
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
নিবন্ধনের শর্ত পূরণ করেছে দাবি করে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় কনজারভেটিভ পার্টি (এনসিপি)। দলটির মতে, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি নির্বাচন কমিশন বরাদ্দ দিতে পারবে না—এমন ধারণা বিভ্রান্তিকর ও আইনবিরোধী।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এসব দাবি জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা।
"শাপলাকে জাতীয় প্রতীক বলে যে অপব্যাখ্যা ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। আমরা শর্ত পূরণ করেছি, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে কোনো বাধা নেই।"
এ সময় ইসি পুনর্গঠনের দাবিও তোলে দলটি। তারা বলেন,
"নির্বাচনের আগেই কমিশন পুনর্গঠন জরুরি, নতুবা সুষ্ঠু ভোট সম্ভব নয়।"
আলোচনায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকা সত্ত্বেও নৌকা প্রতীক বহাল রাখার সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করে এনসিপি।
দলটির নেতারা অভিযোগ করেন,
"কমিশন নিরপেক্ষ হলে এই প্রতীক স্বয়ংক্রিয়ভাবে স্থগিত থাকত। এটি বাতিল করা উচিত।"
বৈঠকে প্রবাসী ভোটার অন্তর্ভুক্তি, দলীয় নিবন্ধন প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়। এনসিপি জানায়, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং ইসির মাধ্যমে প্রতীক পেতে আশাবাদী।